স্টাফ রিপোর্টার: দামুড়হুদা মডেল থানা চত্বরকে প্রস্তুত করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বড় পর্দায় এ প্রদর্শনী হবে। ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র উপভোগ করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ দামুড়হুদার সর্বস্তরের সবাইকে খোলা আমন্ত্রণ জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব। দর্শক সারিতে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় এ জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ওসি আহসান হাবীব।