স্টাফ রিপোর্টার: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে দস্যু আমির বাহিনী ও জলিল বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপি বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় চার দস্যু গুলিবিদ্ধ হয়। গতকাল মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ চলে। এ ঘটনার পর সকালে এক ভারতীয় দস্যুসহ দুই দস্যু সুন্দরবন সংলগ্ন এলাকায় ঢুকে পড়লে তাদের আটক করে কোস্টগার্ডের কাছে সোপর্দ করে এলাকাবাসী। আটকরা হলেন- খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাটকেলপোতা গ্রামের মোশারফ গাজীর ছেলে জব্বার গাজী (২৫) ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার সন্দেশখালির গোপাল মণ্ডলের ছেলে কানাই মণ্ডল (৩০)।