সরোজগঞ্জ বোয়ালিয়ায় গেন্ডারি আখচাষে সফলতা

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নুরুল ইসলাম গেন্ডারি আখচাষ করে সফলতা পেয়েছেন। তিনি বিঘাপ্রতি গেন্ডারি আখের চাষ করে ৫০/৬০ হাজার টাকা খরচ করে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা লাভবান হুয়েছেন।

জানা গেছে, সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলাম বাজার থেকে গেন্ডারি আখের আগা নিয়ে গিয়ে নিজের বাড়িতে বপণ করেন। সেই গেন্ডারি আখ থেকে গত বছর ১ কাঠা জমিতে বীজ তৈরির জন্য বপণ করেন। সেই বিজ দিয়ে এবার ১ বিঘা জমিতে চাষ করেন। তার এক বিঘা জমিতে এবার ৮ থেকে ৯ হাজার পিস গেন্ডারি আখ পেয়েছেন। প্রতি পিস গেন্ডারি আখ মাঠ থেকে ব্যাপারিদের নিকট ২০ টাকা দরে বিক্রি করছেন। এতে  বিঘা প্রতি ৫০/৬০ হাজার টাকা যাবতীয় খরচ বাদ দিয়ে ১ লাখ টাকা আয় করেছেন তিনি। তিনি বিশ্বাস করেন এ ধরনের গেন্ডারি আখচাষ করে এলাকার চাষিরা লাভবান হতে পারবেন। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা সম্ভব হবে।