স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুর্ত্তুজা আলী এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিষদ থেকে আমরা ১৬ নভেম্বর সম্ভাব্য হিসেবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের নির্দেশনা পেয়েছি। আর সে আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে যাচ্ছে। ভর্তি ফরম এবং অন্য বিষয়ে জানতে চাইলে ভিসি বলেন, আমরা খুব শিগগিরই ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়মাবলী পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবো।