মাথাভাঙ্গা অনলাইন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেছেন,‘ভেন্যু ঘাটতির কারণে কোন খেলা আর বন্ধ থাকার সম্ভাবনা নেই।’ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গায় ১৭ কোটি ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়াম ও প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচনকালে তিনি এ কথা বলেন। এরপর তিনি প্রকল্প দুটির নির্মাণ কাজ ঘুরে দেখেন।
এ সময় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদ, যুগ্ম সচিব আব্দুর রহমান, জেলা প্রশাসক মো.দেলোয়ার হোসাইন ও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী , পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।