মাথাভাঙ্গা মনিটর: মিসরে আটক দু বাংলাদেশি মুক্তি পেয়েছেন। তারা হলেন বেলায়েত হোসেন ও নাসির মজুমদার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, এ দুজনকে মিসরের পুলিশ সান্ধ্য আইন ভঙ্গ করার অভিযোগে ১৯ আগস্ট আটক করেছিলো। এদের মধ্যে বেলায়েত হোসেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবার নাম রাজ্জাক চৌধুরী। আর নাসির মজুমদার কায়রোর একটি কারখানায় কাজ করতেন। ভিসা শেষ হওয়ার পরও তিনি দেশটিতে অবস্থান করছিলেন। আগামী বৃহস্পতিবার তার বাংলাদেশে ফিরে আসার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয় মিসরে বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।