মহেশপুর প্রতিনিধি: মহেশপুর হাইস্কুলমাঠে কেবিএস মাধ্যমিক বিদ্যালয় ও ভৈরবা সিনিয়র মাদরাসার মধ্যে আন্তঃস্কুল ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে কেবিএস মাধ্যমিক বিদ্যালয় ভৈরবা সিনিয়র মাদ্রাসাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খাতুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাবুল চৌধরী, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।