ফেনসিডিল উদ্ধার : আশা ও শামীমের বিরুদ্ধে মামলা

দর্শনা আইসি পুলিশের দক্ষিণচাঁদপুরে মাদকবিরোধী অভিযান

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় দু মাদককারবারী পালিয়ে যায়। দামুড়হুদা থানায় দক্ষিণচাঁদপুরের আশা ও শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা ডিএসবি সদস্যের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর গোরস্তানপাড়ায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোরস্তানেই ফেনসিডিল ফেলে পালিয়ে যায় দু মাদককারবারী। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসআই মিজানুর রহমান বলেছেন, পালিয়ে যাওয়া আসামিরা হচ্ছে- দক্ষিণচাঁদপুর মল্লিকপাড়ার শুকুর জোয়ার্দ্দারের ছেলে আশা ও স্টেশনপাড়ার মাইন্দো মল্লিকের ছেলে শামীম। এ ঘটনায় গতকালই দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই জাকির হোসেন বাদী হয়ে শামীম ও আশার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।