দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের একটি ফিলিং স্টেশনে এবং উপজেলা বাজার ও থানা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওজনে কম দেয়া ভেজাল জুস বিক্রির দায়ে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আকতার গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আল্লারদর্গার রফিকুল ফিলিং স্টেশনে ওজনে কম দেয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া উপজেলা বাজারের ২টি মাংসের দোকানে ১ হাজার ও থানা বাজারের হাসপাতাল রোডের প্রাণ কোম্পানির ডিলারের দোকানে নকল জুস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।