ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়ের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। যানবাহন চলাচল, অল্প বৃষ্টিতে পানি জমে থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়টি তিন রাস্তার মোড়ে অবস্থিত। এখানে ঢাকাগামী পরিবহনের সবক’টি গাড়ি এখানে অবস্থান করে। গাড়ি পার্কিং করে রাখা হয়। গাড়ি চলাচলের কারণে রাস্তাটি নিচু হয়ে গেছে। এখানে অল্প বৃষ্টিতে পানি জমে থাকার কারণে গাড়ি চলাচলের ফলে ব্যাপক কাদা সৃষ্টি হয়। এ রাস্তা দিয়ে কার্পাসডাঙ্গার মাঝপাড়াসহ লোকজন যাতাযাত করতে পারে না। এজন্য জনগণকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি দেয়া প্রয়োজন।