খবর: (পুলিশ হেফাজতে চুয়াডাঙ্গা সাতগাড়ির পরকীয়া জুটি)
স্বামীর বয়স আশির কোটায়
তার মানে সে বুড়ো,
তাই ইদানীং মনটা আমার
সদায় উড়ো উড়ো।
প্রেম করেছি যুবক দেখে
দোষ কী বলো তাতে,
আপস রফায় কাজ হয়েছে
জড়াইনি সংঘাতে।
দোষ দিয়ো না অতো করে
নেই এ কামে ধক,
বুড়ো স্বামীর কারণে আজ
ইয়াং প্রেমের শখ।
-আহাদ আলী মোল্লা