মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ র্যাব-৬ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে। থানাসূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার সস্তার বাজার নামক স্থান থেকে একটি নসিমন থেকে ঝিনাইদহ র্যাব-৬ ডিএডি মোজাহার আলীর নেতৃত্বে ৩৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে এ মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলা সদরের ফরজ আলীর ছেলে মাজেদুল ইসলাম (৫২), জলুলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৫), একই গ্রামের ছামাউল ইসলামের ছেলে মামুন (১৮), চুয়াডাঙ্গা জেলা সদরের মকলেছুর রহমানের ছেলে আনিচুর রহমান (২২)। এদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।