মাথাভাঙ্গা অনলাইন :চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী ছালামিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী এ তথ্য জানিয়ে গ্রেফতারকৃত ছালামিন ও তার অন্যতম সহযোগী ( ক্যাশিয়ার) ফাতেমা বেগমকে সাংবাদিকদের সামনে হাজির করেন । সোমবার ভালাইপুর মোড় থেকে দাবিকৃত চাঁদার টাকা আদায়ের সময় এদেরকে গ্রেফতার করা হয় ।
পুলিশ জানায় , গ্রেফতারকৃত ছালামিন চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলে নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির কমান্ডার জামু ও আকরামের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত । তাঁর সাথে গ্রেফতার হওয়া ফাতেমা বেগম বাহিনী প্রধান জামুর শ্বাশুড়ী । ফাতেমা বেগমের কাছে চাঁদাবাজির টাকা জমা রাখতো দলের সদস্যরা । চুয়াডাঙ্গা-ঢাকা রুটে চলাচলকারি বাস মালিকদের কাছে একের পর এক চাঁদাবাজি শুরু হলে পুলিশ জামু ও আকরাম বাহিনীর সদস্যদের ধরতে ফাঁদ পাতে । এ গ্রুপের শীর্ষ নেতা সহ অন্যদের ধরতে অভিযান অব্যহত আছে বলে জানান পুলিশ সুপার ।