মাথাভাঙ্গা অনলাইন : খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবদুর রহমানকে অপহরণ ও গুম মামলায় চরমপন্থি নেতা দেবু প্রসাদ ওরফে দেবুসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুজিবর রহমান মঙ্গলবার এ দণ্ডাদেশ ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির নেতা দেবু প্রসাদ ওরফে দেবু (পলাতক), মনতোষ বসাক, দীপ্তি শংকর, প্রভাত মন্ডল, শংকর, অপূর্ব, তপন, জগো ওরফে জগদীশ, পরেশ, প্রীতিশ হালদার, জাকির, অনিল ও বিশ্ব ।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী জানান, ২০০৩ সালের ১৮ এপ্রিল সন্ত্রাসীরা আবদুর রহমানকে অপহরণের পর গুম করে। এ ঘটনায় আবদুর রহমানের স্ত্রী কাকলি বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি জানান, এ মামলায় সর্বশেষ সন্দেহাতীতভাবে ১৩ জনের জড়িত থাকা প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।