ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার তিয়রবিলা ক্যাম্পের আনসার সদস্যের ওপর হামলা চালিয়েছেন এক পুলিশ সদস্য। তুচ্ছ বিষয় নিয়ে তাকে বেদম মারপিট করা হয়। হামলার শিকার আনসার সদস্য জিয়া জানান বিনা দোষে আমার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা পুলিশ ক্যাম্প চত্বরে বেশ কিছু শাকসবজি ও পেঁপের আবাদ করা হয়েছে। এ আবাদ পরিচর্যা করে থাকেন পুলিশ কনস্টেবল নূর ইসলাম। বাজারে বিক্রির জন্য গতকাল পেঁপে তুলছিলেন কনস্টেবল নূর ইসলাম। এতে বাদ সাধেন ক্যাম্প ইনচার্জ তাছের আলী। তিনি বলেন ক্যাম্পের জিনিস খাওয়া যাবে; কিন্তু বিক্রি করা যাবে না। এ ঘটনায় নূর ইসলাম ক্ষিপ্ত হয়ে বলেন আনসার সদস্যরা যখন বিক্রি করে তখনতো কিছু বলা হয় না। এর প্রতিবাদ করেন আনসার সদস্য জিয়া। এ কারণে পুলিশ কনস্টেবল নূর ইসলাম ক্ষিপ্ত হয়ে জিয়ার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন। জিয়াকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ডিঙ্গেদহ আনসার ক্যাম্পে নেয়া হয়।