মাথাভাঙ্গা মনিটর: ভারতের উড়িষ্যা রাজ্যে মাওবাদী গেরিলাদের হামলায় চার বিএসএফ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো দুজন। গতকাল মঙ্গলবার সকালে উড়িষ্যার কোরাপুট জেলায় এ ঘটনা ঘটেছে। মাওবাদীরা বিএফএস সদস্যদের বহনকারী একটি গাড়ি উড়িয়ে দিলে ওই চার সদস্য নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত দু বিএসএফ সদস্যকে সুনকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ জন জওয়ান বহনকারী তিনটি গাড়ির একটি বহরের ওপর মাওবাদী গেরিলারা অতর্কিত হামলা চালায়। বিএসএফ’র এ বহরটি কোরাপুট জেলার পাতাংগি থেকে সুনকিতে যাওয়ার পথে স্থানীয় সময় সকাল ন’টার দিকে হামলার শিকার হয়। হামলার পরপরই ওই এলাকায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে ৩৬৩ কিলোমিটার দূরে কোরাপুট জেলা অবস্থিত।