মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার নবগঠিত দারিয়াপুর ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সকালে দারিয়াপুর ইউনিয়ন তথ্যকেন্দ্রের সামনে সাবেক সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দারিয়াপুর সমবায় বাজারের স্বত্বাধিকারী কামরুল হাসান চাঁদু। বক্তব্য রাখেন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা জাহিদ হাসান রাজিব, ব্যবসায়ী আ. রাজ্জাক। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে রুহুল আমিন মনিকে সভাপতি ও শাহরিয়ার হাসান ববিকে সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।