স্টাফ রিপোর্টার: মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনসহ পুলিশের ৫ জন ডিআইজিসহ ১৪টি পদে রদবদল করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল নোমান রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করেন।
মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনকে মাদারীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং রাজশাহী রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার গাইবান্ধার প্রাক্তন এসপি একেএম নাহিদুল ইসলামকে মেহেরপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির উজ জামানকে খুলনা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনকে খুলনা মহানগর পুলিশ কমিশনার, চট্রগ্রাম মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, খুলনা মহানগর পুলিশ কমিশনার শফিকুর রহমানকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ও সিআইডির ডিআইজি (চলতি দায়িত্ব) শৈবাল কান্তি চৌধুরীকে বরিশাল মহানগর পুলিশের কমিশনার পদে বদলি করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার এসএম ফজলুর রহমানকে কেএমপি’র উপপুলিশ কমিশনার, বেতবুনিয়ার পিএসটিসির কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোরশেদ আলমকে পিআইবি, ঢাকার পুলিশ সুপার, পুলিশ হেডকোর্য়ার্টারের এআইজি ছিবাগত উল্লাহকে ঢাকার পুলিশ সুপার (৫ম এপিবিএন), বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, বরিশাল রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যকে বান্দরবানের পুলিশ সুপার, ও এআইজি মুশফেকুর রহমানকে সিলেট মহানগর পুলিশে উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
রজ্ঞাপন অনুযায়ী বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার মো. শামসুদ্দিনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার, কেএমপির কমিশনার শফিকুর রহমানকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার (আরএমপি), আরএমপির কমিশনার এস এম মনির-উজ-জামানকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি শৈবাল কান্তি চৌধুরীকে বিএমপির কমিশনার, নড়াইলের পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুর রহমানকে কেএমপির কমিশনার, রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট (এসপি) মোরশেদ আলমকে ঢাকার পিবিআইর এসপি, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ছিবগাত উল্লাহকে ঢাকার পঞ্চম এপিবিএনের অধিনায়ক (এসপি), বান্দরবানের এসপি কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, বরিশাল রেঞ্জের এসপি আসাদুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, রংপুর রেঞ্জের এসপি দেবদাস ভট্টাচার্যকে বান্দরবানের এসপি, রাজশাহী রেঞ্জে সংযুক্ত গাইবান্ধার প্রাক্তন এসপি এ কে এম নাহিদুল ইসলামকে মেহেরপুরের এসপি, মেহেরপুরের এসপি মোফাজ্জেল হোসেনকে মাদারীপুর অঞ্চলের মহাসড়ক (হাইওয়ে) পুলিশের এসপি ও পুলিশ সদর দপ্তরের এআইজি মুশফেকুর রহমানকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।