মেহেরপুর জেলা ছাত্রদলকর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: গতকাল সোমবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহসাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সম্পাদক মোশফিকুর রহমান বাবু, সহঅধ্যায়ন বিষয়ক সম্পাদক রেদোয়ানুল হক বাবু, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহবুব মামুন শান্ত, সহনাট্য সম্পাদক ওয়াহেদুজ্জামান রাজন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আল মামুন নাহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মীর আলমগীর ইকবাল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে একতাবন্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে মীর আলমগীর ইকবাল আলমের নেতৃত্বে ছাত্রদলের একটি বিশাল মিছিল মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ছাত্রদলের কর্মীসম্মেলনে গিয়ে যোগ দেয়। ছাত্রদলের কর্মী সম্মেলনে কমিট গঠনে সিদ্ধান্ত উপনীত হতে না পারায় প্রধান অতিথি মেহেরপুর জেলা ছাত্রদলের ২টি প্যালেন গ্রহণ করেন এবং কেন্দ্র থেকে কমিটি গঠনে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান। কর্মীসম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলার ৫টি ইউনিটের ছাত্র নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলনপূর্ব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মেহেরপুর টাউন হল চত্বরে জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি এবং সাবেক এমপি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শফি আহমেদ খান ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদসহ কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। অনুষ্ঠান শেষে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের  নেতৃত্বে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদাল হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদ রাজীব খান প্রমুখ।