মেহেরপুর অফিসঃ
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নামে মামলার প্রতিবাদে সোমবার দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মেহেরপুর কলেজ মোড়ে অবরোধ করায় মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা ছাত্রলীগের সভাপতি লিজনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় নেতাকর্মীরা। সোমবার দুপুর বারটার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বারান্দায় হৈ চৈ ও বিশৃংখলা সৃষ্টির দায়ে জুডিশিয়াল পেশকার বাদি হয়ে লিজনসহ ৬/৭ নামে আদালতে মামলা দায়ের করেন।