মুজিবনগরে আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

 

মুজিবনগর প্রতিনিধি: গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা ৪২তম জাতীয় আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুকের সভাপতিত্বে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান শেষে ফুটবলে (বালক) চ্যাম্পিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর, (বালিকা) কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়, কাবডি (বালক) আনন্দবাস এম.এম একাডেমী, (বালিকা) মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (বালক) দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, (বালিকা) মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়, ১০০ মিটার মুক্ত সাঁতারে (বালক) বড় হাবিবুর রহমান, ২০০ মিটার মুক্ত সাঁতারে শাকিল হোসেন, ১০০ মিটার চিৎ সাঁতারে রাজু আহমেদ, ১০০ মিটার বুক সাঁতারে লিংকন, ১০০ মিটার প্রজাপতি সাঁতারে হাবিবুর রহমান, সাঁতারে (বালক) মধ্যম ১০০ মিটার মুক্ত সাঁতারে মেহেদী হাসান, ৫০ মিটার চিৎ সাঁতারে মাহবুবুর, ৫০ মিটার বুক সাঁতারে আল-মামুন, ৫০ মিটার প্রজাপতি সাঁতারে চ্যাম্পিয়নদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।