চুয়াডাঙ্গা পৌর যুবদল একাংশের উদ্যোগে ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপি একাংশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা গতকাল সন্ধ্যা ৭টায় কেদারগঞ্জস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের একাংশের আহ্বায়ক হাজী রবিউল হক মল্লিক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপি একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি একাংশের সাংগঠনিক সম্পাদক জেলা মহিলা দল সভানেত্রী রউফুন নাহার রীনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবদল একাংশের সিনিয়র যুগ্মআহ্বায়ক আজিজুল হক।
এদিকে আলুকদিয়া ইউনিয়ন বিএনপি একাংশের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিসভা গতকাল সোমবার বিকেল ৪টায় আলুকদিয়া বাজারে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপি একাংশের সভাপতি ইবাদত হোসেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি একাংশের সহসভাপতি আলুকদিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির একাংশের সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ওলামা দলের যুগ্মআহ্বায়ক হাফেজ মাহবুব আলমসহ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দর্শনা অফিস জানিয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবুর দর্শনা পুরোনো বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির সহসভাপতি ফরজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বুলেট। দর্শনা পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শফিউল্লা, বিএনপি নেতা শহিদুল, রেজাউল, আশরাফুল, মিরাজ, তোতা, মমিনুল, রবি, সরাজ, আজিজুল, ডাবলু, আলাল, ফারুক, যুবদল নেতা নাহারুল, সেলিম, আপু, রিপন, ছাত্রদল নেতা মুকুল, জাহান, হাসু, সজিব, রুহিন, আরাফাত, জাকির, মুন্না, ইমরান, সুমন, ব্রাইট, সোহেল প্রমুখ।