জীবননগর ব্যুরো: জীবননগর বাজারের বিকাশের এজেন্ট এক স্টেশনারিজ ব্যবসায়ীর বিকাশের সিম প্রতারণাপূর্বক তুলে নিয়ে বিপুল পরিমাণ অর্থ গায়েব করেছে। আর এ গায়েবের পেছনে গ্রামীণ ফোনের ঢাকা শ্যামলীর একটি জিপিসিআইসি কেন্দ্র সরাসরি জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায়।
জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেনের ছেলে রাসেল স্টেশনারিজের সত্বাধিকারী রাসেল অভিযোগ করে বলেন, তিনি বিকাশের একজন এজেন্ট। প্রতিদিন তিনি বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তিনি দেখতে পান তার বিকাশের মোবাইল সিমটি হঠাত বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি বুঝে ওঠার পর তিনি স্থানীয় গ্রামীণ ফোনের সেবা সেন্টারে যোগাযোগ করে জানতে পারেন কিছুক্ষণপূর্বে কেও একজন গ্রামীণ ফোনের ঢাকা শ্যামলীর একটি জিপিসিআইসি কেন্দ্র থেকে ওই সিমের রিপ্লেসমেন্ট সিম তুলে নিয়ে চলে গেছে। তিনি অভিযোগ করে বলেন, ওটি ছিলো তার একটি ভিআইপি সিম এবং সিমে ৫৮ হাজার টাকা ব্যালেন্স ছিলো। তার চলমান সিমটি হঠাত করে বন্ধ করে দিয়ে তার বিনা অনুমতিতে কীভাবে অন্যকে সিমটি দিয়ে দেয়া হলো তা তিনি বুঝতে পারছেন না বলে জানান। সিমটি তোলার পর তার ব্যালেন্স ৫৮ হাজার টাকা গায়েব করে দেয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। এ প্রতারণার পেছনে খোদ গ্রামীণ ফোনের লোকজন সরাসরি জড়িত বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় চরম ক্ষতির মুখে পড়েছেন তরুণ এ ব্যবসায়ী রাসেল।