দুর্বার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আদায় করা হবে
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুনিয়া-চাঁদপুর গ্রামে পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে ১৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান তরফদার টিপু। গতকাল রোববার সন্ধ্যায় চাঁদপুর বড় মসজিদের সামনে বিএনপি নেতা সুলতান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ এ ব্যর্থ সরকারকে চরমভাবে প্রত্যাখ্যান করেছে। পরাজয় নিশ্চিত জেনেই তত্ত্বাবধায়ক সরকার দিতে চাচ্ছে না বর্তমান এ জালিম মিথ্যাবাদী সরকার। কিন্তু যতই টালবাহানা করুক না কেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকার আদায় করা হবে। এর আগে দিনভর উপজেলার চিৎলা হাসপাতাল মোড়, জুড়ানপুর মোড়, মোক্তারপুর মোল্লাবাজার ও কার্পাসডাঙ্গায় পৃথক পৃথকভাবে পথসভায় অংশ নেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রব, জামায়াত নেতা মাও. ফরজ আলী, থানা মৎস্যজীবি দলের আহ্বায়ক আসাদুজ্জামান লিটন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মেম্বার, থানা মৎস্যজীবি দলের যুগ্মআহ্বায়ক আশরাফুল আলম বাবলু, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক, মদনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক বিপ্লব, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জান মোহাম্মদ, পৌর মৎস্যজীবি দলের যুগ্মআহ্বায়ক শুকুর আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিদ্দিক আলী, বিএনপি নেতা সাবেক মেম্বার আব্দুল আলিম, পৌর যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খেদু, ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, থানা যুবদল নেতা কুতুব উদ্দিন। থানা মৎস্যজীবি দল নেতা রানা, আদম, প্রমুখ।