টিপ্পনী

টিপ্পনী

খবর:(শিশিরদাড়িতে গভীররাতে স্কুলছাত্রীর ঘরে ঢুকে গ্যাঁড়াকলে যুবক)

আপনি নাকি শরম বাবু

বেশরমের রাজা,

এদিক ওদিক খেয়ে বেড়ান

গরম তিলে খাজা।

 

কার ঘরে যাও গভীররাতে

কার গায়ে দাও হাত,

লাঠিপড়া খেয়ে খেয়ে

হচ্ছো কুপোকাত।

 

ছ্যাবলামো তোর গ্যালো নারে

কী যে করিস ছোড়া,

কপালে তোর ভাংতে হবে

আস্ত ঝেলো নোড়া।

 

-আহাদ আলী মোল্লা