খবর:(আলমডাঙ্গার শ্রীনগরে পীরের জন্মদিনে ৩২ মণ দুধের পায়েস দিয়ে আপ্যায়ন)
বাপকে বলো বুড়ো বানর
মাকে বানাও বুয়া,
পীরকে খাওয়াও দুধের পায়েস
জিলিপি পান্তুয়া।
বাপের পাতে ভাত জোটে না
মার পরনের শাড়ি,
পীরের বাসায় যাও নিয়ে রোজ
গোস্ত-রসের হাড়ি।
বাপকে বলো ফাজিল বেটা
কুটনি বলো মাকে,
মা-বাবাকে কষ্ট দিয়ে
পীর ধরেছো কাকে?
-আহাদ আলী মোল্লা