ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোহাইলবাড়ী গ্রামে সাপে কেটে সুমন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সুমন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের রমজান আলীর ছেলে। শনিবার রাত ১০টার দিকে বাড়ির পাশের খালে মাছ আনতে যায়। রাতের আঁধারে বিষধর সাপে তার হাতে দংশন করে। কবিরাজের দিয়ে চিকিৎসার পর বাড়ি নিয়ে এলে রোববার সকালে তার মৃত্যু হয়।