ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের বেকাব্রিজের সামনে সোহাগ (২১) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহাগ কোরাপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সোহাগ কোরাপাড়ায় তার নিজ বাড়ি থেকে শহরে আসছিলো। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মারাত্মক আহত সোহাগকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। মোবাইল ও টাকা ছিনতাইয়ের জন্য তার ওপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে সোহাগ জানান। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।