ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নিখোঁজ কিশোর আজাদ হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে র্যাব। গত রোববার রাতে র্যাব যশোর, ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোগাছি গ্রামের তাহিদ, মহিষাডাঙ্গা গ্রামের টোকন ও যশোর কোতয়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের শুকুর আলীকে গ্রেফতার করে। র্যাব-৬’র ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন হারুন অর রশিদ জানান, গত ২৮ জুন ঝিনাইদহের বয়ড়াতলা গ্রামের কিশোর আজাদ (১৩) তার ‘আলমসাধু’ গাড়িসহ নিখোঁজ হয়। পরে ৫ জুলাই ঝিনাইদহ-মাগুরা সড়কের পাশে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করলে র্যাব অভিযানে নামে। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে আলমসাধু ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। গাড়িটি উদ্ধার করা হয়েছে।