জয়ের নির্বাচনী প্যাকেজ : কম মূল্যে ইন্টারনেট

স্টাফ রিপোর্টার: বেশ কিছু দিন ধরেই রাজনীতিতে সরব হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এরপর থেকেই নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে নিজের মতবাদ ও আগামী নির্বাচন উপলক্ষে নানা ধরনের প্যাকেজ ঘোষণা করছেন তিনি। গত রোববার সন্ধ্যায় এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, চার বছরে ইন্টারনেটের দাম কমেছে শতকরা ৯৪ ভাগ। পুনঃনির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যেই পাঁচ হাজার টাকায় ২৫ এমবি সংযোগ দেবো। তিনি লিখেছেন, গত চার বছরে আওয়ামী লীগ সরকার ইন্টারনেটের পাইকারি মূল্য ৮০ হাজার থেকে চার হাজার ৮০০ টাকায় হ্রাস করেছে। শতকরা হিসেবে এ হ্রাসের পরিমাণ ৯৪ ভাগ। ইন্টারনেটের খুচরা মূল্যও এ সময়ে এসেছে। প্রায় ১ হাজার ৫০০ টাকায় এক এমবি সংযোগ পাওয়া যাচ্ছে। তা সত্ত্বেত্ত, আমি এ বিষয়ে আরো মূল্য কমানোর পরিকল্পনা গ্রহণ করেছি। আমার লক্ষ্য হলো, ৫ এমবি সংযোগ ৪০০০ টাকায় সহজলভ্য করা, যাতে ১ এমবি সংযোগ হবে ১০০০ টাকার নিচে। আমাদের এ সংক্রান্ত পরিকল্পনা ইতিমধ্যে রয়েছে এবং আওয়ামী লীগ যদি পুনঃনির্বাচিত হয় তবে পরিকল্পনামত অচিরেই এ নতুন মূল্য বাস্তবায়ন করা হবে।image_66477

তিনি আরো লিখেছেন, আমি সেখানে থামবো না, আগামী পাঁচ বছরের মাঝে আমি পরিকল্পনা করেছি, ৫০০০ টাকায় ২৫ এমবি সংযোগ দেব। ১০০০ টাকায় আপনি তখন ৫ এমবি সংযোগ পাবেন এবং ১ এমবি সংযোগের মূল্য দাঁড়াবে মাত্র ২০০ টাকা। হ্যাঁ এটি খুবই সম্ভব এবং আমি তা বাস্তবায়নের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আওয়ামী লীগের পরবর্তী সরকারের মেয়াদের মধ্যেই এ মূল্য হরাস ঘটবে।