মেহেরপুর অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মেহেরপুর সফর উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র সমাবেশ ও শহরে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিজেপি’র সভাপতি শেখ সাঈদ আহমেদ, ছাত্রনেতা আহমেদ রাজিব খান প্রমুখ। প্রধান অতিথির বক্তবে মাসুদ অরুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান সংগ্রামকে চূড়ান্ত বিজয়ের রুপ দিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মেহেরপুর জেলা সফরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক শফি আহমেদ খান, কেন্দ্রীয় সংসদের যুগ্মসম্পাদক মামুনুর রশিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানিয়ে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে শহরে জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সোহেল হোসেন, আহমেদ রাজিব খান, শামীম রেজা, মাহফুজুর রহমান শান্ত, আনিসুর রহমান বকুল প্রমুখ।