চুয়াডাঙ্গা মাতলামি করার সময় পরিবহন শ্রমিক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: মাতলামি করার সময় ঝিনাইদহের বাদপুকুর গ্রামের নুরুল ইসলামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল সোমবার বেলা ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় মদ পান করে মাতলামি করার সময় তাকে গ্রেফতার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়।

জানা গেছে, ঝিনাইদহের জিন্না আলী সরদারের ছেলে নুরুল ইসলাম পরিবহন শ্রমিক। তিনি গতকাল সোমবার বিকেলে মদ পান করে মাতলামি করছিলেন বলে পুলিশের অভিযোগ। এ সময় এসআই খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।