কোটচাঁদপুরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
কোটচাঁদপুর প্রতিনিধি: ফসল ও উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে উৎপাদন ত্বরান্বিত করার লক্ষ্যে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপি কৃষি মেলা গতকাল রোববার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বক্তব্য রাখেন, শাহজাহান আলী, ফারজেল হোসেন মণ্ডল, নুরুল ইসলাম খাঁন বাবলু, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ও আতাউর রহমান বাবলু।