কারামুক্ত ছাত্রনেতা ওবাইদুল্লাহ শুভকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসভাপতি ওবাইদুল্লাহ শুভ চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে গতকাল রোববার বিকেলে জামিনে মুক্তি পেয়ে জেলা বিএনপির কার্যালয়ে আসেন। এ সময় বিএনপির পক্ষ থেকে ওবায়দুল্লাহ শুভকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান জেলা বিএনপির যুগ্মসম্পাদক ওয়াহেদুজ্জামান বুলা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মোশারেফ হোসেন অপূর্ব, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতাকর্মীরা। পরে ছাত্রদল নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা করে শুভর নিজবাড়ি বালিয়াকান্দি গ্রামে পৌঁছে দেন।–প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment