মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলে বড় হারে নবম এশিয়া হকি কাপ শুরু হয়েছিলো বাংলাদেশের। গতকাল সোমবার দ্বিতীয় ম্যাচেও তারা হারলো। তবে শুধু গোল হজম করেই মাঠ ছাড়তে হয়নি নাভিদ আলম শিষ্যদের, প্রতিপক্ষের জালেও বল জড়িয়েছে। মালয়েশিয়ার ইপোহতে ৪-২ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, ভারত ও ওমানের সাথে পড়েছে বাংলাদেশ। অন্তত ওমানের বিপক্ষে জয়ের একটা আশ্বাস দিয়ে রেখেছিলো তারা। কিন্তু তাদের কাছেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হলো জিমি-চয়নদের। বল পাসিঙে খুব বেশি আধিপত্য ছিলো না ওমানের। ম্যাচের ৫৩ ভাগ সময় তারা দাপটের সাথে খেলেছে, আর বাংলাদেশ ৪৭ ভাগ। ওমান পোস্টে শট নিয়েছে ১০ বার, তাদের চেয়ে একবার কম বাংলাদেশের। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ওমান। বাকি গোল হয় দ্বিতীয়ার্ধে। ৩-০ তে পিছিয়ে থেকে প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হন রোমান সরকার। ৫৩ মিনিটে তার গোলে ৩-১ ব্যবধান হয় বাংলাদেশের। এরপর আরও একটি গোল হজম করে ম্যাচ শেষের দু মিনিট আগে ব্যবধান কমান মামুনুর রহমান চয়ন। পেনাল্টি থেকে গোল করেন তিনি।