হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের দাসপাড়া রুইভিটি মাঠে গতকাল রোববার ১১ কাঠা জমির মরিচক্ষেত কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। ভূক্তভোগী কৃষক মিজানুর রহমান মিজান জানান, পূর্ব শক্রতার জের ধরে দাসপাড়া গ্রামের মৃত বুদুই মণ্ডলের ছেলে আনারুল ইসলাম, মুনসার আলী, সেরেগুল এবং খায়বার আলীর ছেলে ওয়াসিম আলী, মুছার আলীর ছেলে আশরাফুল আমার ১১ কাঠা জমির মরিচক্ষেত সম্পূর্ণ কেটে তছরুপ করেছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ ১ লাখ টাকার ওপরে। এ বিষয়ে গতকাল দাসপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান মিজান আলমডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছেন।