গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেনার নওপাড়া বাজারের রিমা ফার্মেসিতে চক্ষু বিশেষজ্ঞ সেজে চিকিৎসা দেয়ার অপরাধে সোহরাব উদ্দীন (৪০) নামের এক চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এ আদেশ দেন। সোহরাব উদ্দীনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান। তিনি ঝিনাইদহের একটি প্রাইভেট ক্লিনিকের প্রাক্তন চিকিৎসক বলে জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন সদর থানা পুলিশের এএসআই বিম্বজিত রায়সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নওপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রিমা ফার্মেসি থেকে সোহরাব উদ্দীনকে আটক করে পুলিশ। তার ব্যবস্থাপত্র ও সাইনবোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন কোর্সের নাম লেখা ছিলো। প্রকৃতপক্ষে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক নন। তবুও তিনি বিভিন্ন উপাধি ব্যবহার করে ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আটকের পর দোষ স্বীকার করেন সোহরাব উদ্দীন। আদালতের রায়ে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান তিনি। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০’র ২৯ ধারায় এ রায় প্রদান করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। এদিকে ভ্রাম্যমাণ আদালত রিমা ফার্মেসি থেকেও এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন।