এ সরকারের হাটে হাড়ি ভেঙে গিয়েছে
দর্শনা অফিস: দামুড়হুদার নাটুদহে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নতিপোতা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। নাটুদহে মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে জেলা বিএনপির একাংশের সহসভাপতি ইঞ্জি. মোখলেসুর রহমান তরফদার টিপু বলেন, শেখ হাসিনার আ.লীগ সরকার দুর্নীতি, হত্যা, চাঁদাবাজি, লুটতরাজ ও হামলা-মামলা করে তারা প্রমাণ করেছে ৭২ সালের মতো একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। বাংলার উন্নয়নের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে এ দেশের মাটি থেকে মুছে ফেলার পাঁয়তারা মরিয়া হয়ে উঠেছে আ.লীগ সরকার। যে নেতার নাম বাংলার জনতার অন্তরে মনিকোটায় স্থান দখল করে আছে, সেই নেতার নাম বাংলার জনগণের মন থেকে মুছে ফেলা কোনোভাবেই সম্ভব না। বাংলার মাটিতে কোনোভাবেই নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে দেবে না বিএনপি তথা ১৮ দলীয় জোট। বিএনপি নেতা নোয়াজ্জেস আলীর সভাপতিতে বিশেষ ছিলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির একাংশের সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক মাহবুব উল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, মনির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ রানা।