মাথাভাঙ্গা অনলাইন : মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল সামাদ আবদুল্লাহ মারা গেছেন ।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, রোববার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সম্প্রতি কিডনি ও হৃদযন্ত্রের রোগে ভুগছিলেন তিনি।
তার মৃত্যুতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ।
সামাদের মৃত্যুতে দেশ একজন মহান ব্যক্তিকে হারিয়েছে বলে এক শোকবার্তায় উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ওয়াহিদ।
উল্লেখ্য, ২০১২ সালের মার্চ থেকে ওয়াহিদের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব পালন করছিলেন সামাদ।