দামুড়হুদার চিৎলায় মেম্বার কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলায় মেম্বার কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। গতকাল রোববার বিকেল ৪টায় চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এএসপি (প্রবি) আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক এসএম মহসীন, কুষ্টিয়ার কৃতীসন্তান চিত্রপরিচালক নাহিদ বাবু, প্রভাষক আবুল হাশেম, সাজদার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, লূৎফর রহমান, যুবলীগ কর্মী নাছিম, স্বপন প্রমুখ। উদ্বোধনী খেলায় গোবিন্দহুদা ক্লাবপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে চিৎলা নুতনপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন আব্দুস সালাম, মাসুদ ও তারিকুল। ধারাভাষ্য দেন মো. আশরাফুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সদস্য মাসুদ।