মাথাভাঙ্গা অনলাইন : ইউরিয়া সারের দাম কমানো হয়েছে। ডিলার ও কৃষক পর্যায়ে প্রতি কেজি সারের মূল্য ৪ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কৃষকদের এখন থেকে প্রতি কেজি ইউরিয়া সার কিনতে খরচ হবে ১৬ টাকা । রোববার থেকেই এ মূল্য কার্যকর হবে। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ ঘোষণা দেন।