বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে দু সন্তানের জনকের সাপে কেটে মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত আটটার দিকে।
জানা গেছে, গতপরশু শুক্রবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মল্লিকের ছেলে মিনারুল ইসলাম মিনা (২৫) রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। এ সময় তাকে সাপে কাটে। ঘটনার পরপরই মিনাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। গতকালই বিকেল তিনটার দিকে মিনারুলের দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবারের লোকজন জানায়। উল্লেখ্য, একসপ্তা আগে একই গ্রামের ছয়রদ্দিনের স্ত্রী সেফালির সাপে কেটে মৃত্যু হয়।