বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দর্শনায় প্রস্তুতিসভা ও র্যালি
দর্শনা অফিস: আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে পালনের লক্ষ্যে দর্শনায় প্রস্তুতিসভা ও ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। বেগমপুর ইউনিয়ন এলাকায় দিনভর গণসংযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জি. মোখলেসুর রহমান তরফদার টিপু। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর বিএনপির একাংশের আয়োজনে পুরাতন বাজার মোড় থেকে জেলা বিএনপির একাংশের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপুর নেতৃত্বে ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রহম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপু। আলোচনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উল ইসলাম খোকন, বিএনপি নেতা রফিকুল আলম, ফজলুল হক, আব্দুল মান্নান, জলিল প্রমুখ। একই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন ইঞ্জি. মোখলেসুর রহমান তরফদার টিপু। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফরাজি, আজিজুল হক, নজরুল ইসলাম, মিলন প্রমুখ। গণসংযোগকালে টিপু তরফদার এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে সকলের সহযোগিতা ও ভালোবাসা চেয়েছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলার সকল মানুষকে বিএনপির পতাকাতলে সমবেত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে আ.লীগ দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।