বিশ্বনন্দিত বিচারক ড. রাধাবিনোদ পালের স্মৃতি বিজড়িত কাকিলাদহে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

জামায়াতিরা মানুষ মারে খালেদা জিয়া সমর্থন করে

 

 

আলমডাঙ্গা ব্যুরো: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল শনিবার আন্তর্জাতিক আদালতের বিশ্বনন্দিত বিচারক ড. রাধাবিনোদ পালের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলার কাকিলাদহকে মডেল ভিলেজ নির্মাণকাজের স্মৃতিফলক উন্মোচন ও চক্ষু শিবির উদ্বোধন করেছেন। বেলা ১১টায় কাকিলাদহ- মালিহাদ কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী ওই স্মৃতিফলক ও চক্ষু শিবির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার বন্ধু কে? যুদ্ধাপরাধিরা, সারাদেশের মানুষ যুদ্ধাপরাধিদের বিচার চাইলেও খালেদা জিয়া মুখ ফুটে একবারও বলেননি। তিনি মুখে কুলুপ এটেছেন। জামায়াতিরা হরতাল দেয়, খালেদা জিয়া সমর্থন দেয়। জামায়াতিরা মানুষ মারে খালেদা জিয়া সমর্থন করে। জামায়াতিরা বিদ্যুত কেন্দ্র পুড়িয়ে দেয়, খালেদা জিয়া সমর্থন করে। জামায়াতিরা গাড়িতে আগুন লাগিয়ে মানুষ পুড়ায়, খালেদা জিয়া সমর্থন দেয়। জাতীয় নেতা হিসেবে এধরণের সমর্থন উচিত নয়। বাংলার তাবৎ মানুষ বিদ্যুৎ চায়, উন্নয়ন চায়, তাবৎ মানুষ শান্তি চায়। এসকল চাওয়া পুরণ করতে হলে তেঁতুল হুজুরের রাজনৈতিক মত যারা কায়েম করতে চায়, দেশকে যারা জামায়াতিদের খপ্পরে বিক্রি করতে চায়, তাদের কাছ থেকে দেশ রক্ষা করতে হবে দেশ বাঁচাতে হবে যুদ্ধাপরাধি ও জঙ্গিদের হাত থেকে। দেশ যদি বাঁচাতে চান- তাহলে দরকার শেখ হাসিনার নেতৃত্বে আর একবার মহাজোটের সরকার । আমি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়না। আমি দেশকে বাঁচিয়ে রাখতে চায়। আগে তওবা কর, মাফ চা, তারপর ভোট চা।DSC00770 copy

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও মিরপুর উপজেলা জাতীয় যুব ফ্রান্ট জোটের সভাপতি আত্তাব উদ্দিনের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাস্টিজ ড. রাধাবিনোদপাল মডেল ভিলেজ’র সভাপতি আলহাজ্ব শমসের আলী মল্লিক। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, কাকিলাদহ জাস্টিজ রাধাবিনোদ পাল মডেল ভিলেজ’র সিনিয়র সহসভাপতি রাহাজ উদ্দিন, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন প্রফেসর ডক্টর শাহজাহান মণ্ডল, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, কাকিলাদহ জাস্টিস রাধাবিনোদপাল মডেল ভিলেজ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ মল্লিক, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন, আলমডাঙ্গা সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, জাসদের কেন্দ্রীয় নেতা আনিসুজ্জামান জম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আত্তাব উদ্দিন খান, মিরপুর উপজেলা জাসদের সভাপতি শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী, গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা আব্দুল গনি প্রমুখ। মানপত্র পাঠ করেন অধ্যক্ষ নাফিজুল হাসান।

ড. রাধাবিনোদ পাল মডেল ভিলেজ’র অংশ হিসেবে কাকিলাদহ গ্রামে একটি কৃষি কলেজ, একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, নার্সিং ইনস্টিটিউট ও আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন কেন্দ্রীয় জাসদ নেতা আনিসুজ্জামান জম, এম সবেদ আলী ও আনারুল ইসলাম মেম্বার।

 

ছবি : প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু ও উপস্থিতির একাংশ।