ভারতীয় নাগরিকের টাকা ছিনতাই?
দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পীরপুরকুল্লা গ্রামের পুলিশের কথিত সোর্স সিরাজুল ইসলামের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গরু ব্যাপারী শহির উদ্দিনের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠলেও নেপথ্যে রয়েছে অন্য ঘটনা। অভিযোগে জানা গেছে, গতকাল শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা মহাখোলাপাড়ার জহির উদ্দিনের ছেলে শহির উদ্দিনের কাছ থেকে তাল পুকুর মাঠ থেকে একই গ্রামের মাঝপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের কাছে এ রকমই মৌখিক অভিযোগ করেছেন শহির উদ্দিন। তবে অভিযোগ উঠেছে, ভারতীয় এক নাগরিকের সাথে সিরাজুল ইসলামের দ্বন্দ্বের জের ধরে ঘটনাস্থলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ভারতীয় নাগরিকের কাছ থেকে জোরপূর্বক সাড়ে ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয় সিরাজুল। তাই ঘটনাটি পুলিশি খতিয়ে দেখবে বলে সচেতনমহলের দাবি।