খবর: (বিধবা ভাবীর ঘরবাড়ি ভেঙে দিয়েছে দেবর মজনু)
মদ্দানি তোর ঘরের ভেতর
বাইরে জুজু বুড়ি তুই,
বউয়ের কাছে দু হাত নাড়িস
দেখলে কাঁপিস গুঁড়ি তুই।
ভাব নিলি খুব ভাবীর ওপর
ভাঙলি ঘরের চালা তুই,
বাইরে গেলে সব মানুষের
গণহারে শালা তুই।
গোঁজের গোড়ায় পাইনে তোকে
ভীষণ রকম চালু তুই,
সকল কাজের কাজি নাকি
আনকোরা গোল আলু তুই।
-আহাদ আলী মোল্লা