স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডাকবাংলা ব্র্যাক অফিসের নিকট ট্রাক উল্টে আহত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে একটি ছাগলকে বাঁচাতে গেলে ধনেপাতাভর্তি ট্রাকটি উল্টে যায়।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়ার মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), ঝাঁঝরি বেগমপুরের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (২৮) ও চুয়াডাঙ্গা নূরনগর কোলনির আয়ুব আলীর ছেলে আলমগীর (৪০)। আহতরা দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সরোজগঞ্জ এলাকা থেকে ট্রাকে ধনের পাতা নিয়ে ঢাকার পথে রওনা হলে ডাকবাংলায় দুর্ঘটনা ঘটে।
আনোয়ার হোসেনের মাথায় গুরুতর আঘাত হয়েছে। মিজানুরের ভেঙেছে পা। আর আলমগীরে মাথায় ও শরীরে গুরুতর আঘাত হয়েছে বলে তারা জানিয়েছেন।