মাথাভাঙ্গা মনিটর: অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছিলো আর্সেনালের। গতকাল শনিবার দ্বিতীয় ম্যাচে এসে একই ব্যবধানে ফুলহ্যামের বিপক্ষে জিতল আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। ফুলহ্যামের মাঠে এদিন ১৪ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ওলিভার গিরড। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। জার্মান তারকা লুকাস পোডলস্কি করেন দলের দ্বিতীয় গোল। ৬৮ মিনিটে জোড়া গোলের দেখা পান পোডলস্কি। নয় মিনিট পর ড্যারেন বেন্ট একটি গোল পরিশোধ করেন। ৩-১ গোলের এ জয়ে দু ম্যাচ শেষে তিন পয়েন্ট অর্জন করলো গানাররা।