গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে আড়াই হাজার টাকার জাল নোট ও ৩ রাউন্ড পিস্তলের গুলিসহ হেলাল উদ্দীন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে পীরতলা পুলিশ ক্যাম্প সদস্যরা তাকে আটক করেন। হেলাল উদ্দীনের বাড়ি পাবনা জেলায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে একজন অস্ত্র ও জালটাকা ব্যবসায়ী।