স্বামীর নির্যাতনের শিকার হাজরাহাটির গৃহবধূ বিলকিচ হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: নির্যাতনের শিকার হাজরাহাটি গ্রামের গৃহবধূ বিলকিচ খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাখ টাকা যৌতুক না দেয়ার কারণে তার ওপর এই নির্যাতন করা হয়েছে বলে বিলকিচের ভাই অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার আবু ছদ্দিন মণ্ডলের মেয়ে বিলকিচ খাতুনের সাথে হাজরাহাটি মালিতাপাড়ার আবুল হোসেনের ছেলে মিনাজ উদ্দিনের বিয়ে হয়। কয়েক বছর ধরে যৌতুক দাবি করে আসছিলেন মিনাজ উদ্দিন। যৌতুক না দিতে পারায় বছরখানেক আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নির্যাতন বেড়ে যায়। গত বুধবার বিলকিচকে বেপরোয়া মারধর করে ঘরে আটকে রাখা হয়। বিলকিচের ভাইয়েরা খবর পেয়ে তাকে উদ্ধার করে গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে এনজিও সংস্থা মানবতার কাছে অভিযোগ করা হয়েছে বলে বিলকিচের ভাই জালাল উদ্দিন মাথাভাঙ্গাকে জানিয়েছেন।